চিত্ত-মুকুর/প্রেম-প্রপাত

প্রেম-প্রপাত।


কৈ প্রিয়ে নিবিল না মনের বেদনা!
ভেবেছিনু অদর্শনে, ভুলিব সে আলিঙ্গনে,
ভুলিব সে বিদায়ের প্রগাঢ় চুম্বন,
নিবিবে এ বিরহের প্রচণ্ড দহন।


নিবিল না প্রিয়তমে দারুণ যাতনা,
যতক্ষণ রহে জ্ঞান, নাহি হয় অবসান,
পাষাণ—তাই ত হৃদে দ্বিগুণ বেদনা;
পাষাণে যাতনা কত সরলা বুঝে না।


পাষাণ না হ’ত যদি পুরুষের মন
য অনল পক্ষে জ্বলে ভস্ম হ’ত কোন কালে,
পাষাণে অনল দিলে উত্তাপে কেবল
দ্রোবে না পোড়ে না শুধু উত্তাপে প্রবল।

পাষাণ হইত যদি তোমার ও মন।
বুঝিতে যন্ত্রণা কত, দগ্ধ হয়ে অবিরত,
দুই বিন্দু অশ্রু ঝরে মনের দেবনা?
পাষাণ অন্তরে প্রিয়ে কখন নিবে না।

যে অনল জ্বেলে গেছ প্রেয়সি অন্তরে,
দিবা নাই, রাত্রি নাই, দণ্ড নাই পল নাই,
জ্বলিতেছে অবিরল সুধু ধূধূ করে,
নিবে না প্রাণের জ্বালা মুহুর্ত্তের তরে।

আমারি নয়নে কিম্বা প্রকৃতির গায়,
রূপের চরম নিয়ে, প্রেমের পীযুষ দিয়ে,
অঙ্কিত করেছে কেহ আলেখ্য তোমার,
নিরখি প্রেয়সি তোরে তাই অনিবার;




ফুলে ফলে শূন্যে জলে দেখি যেই খানে,
জড়ায়ে আমার বক্ষে, ছল ছল দুই চক্ষে,
চেয়ে ছিলে মোর পানে বিদায়ের দিনে,
জীবন্ত সে মূর্ত্তি আমি নিরখি নয়নে।


সেই মূর্ত্তি—সেই সুখ—স্বর্গ ধরাতলে।
যে আছ সন্ন্যাসী কুলে, বারেক নৈরাশ্য ভুলে,
একবার দৃষ্টি তুলে কর দরশন,
সংসারে নন্দনবন প্রিয়ার বদন!


আর তুমি হে উদাসি! মুছি অশ্রু জল,
মনের মালিন্য ভুলে, দেখ দেখি নেত্র তুলে
বারেক প্রণয় ভরে প্রিয়ার বদন,
কাল রূপে তোষে কত তোমার ও মন।

১০


সংসারে নন্দনবন প্রিয়ার বদন,
কোথায় নন্দন আজ—কোথায় অমর রাজ!
কোথা তুমি কোথা আমি, প্রেয়সি আমার!
চারি দিক শুন্যময় মরু পারাবার।




১১
কি বুঝিবে কত ব্যথা আমার অন্তরে,
সেই আমি, সেই স্থান, সেই আঁখি সেই প্রাণ,
সেই নিশি সেই শশী এ শয়নো
সেই সকলি তেমতি কিন্তু সে আনন্দ নেই!
১২
এই স্থানে—হেরি যেন প্রত্যক্ষ নয়নে,
কত দিন প্রেম ভরে, চুম্বিয়াছি বিম্বাধরে;
হাসিয়ে অঞ্জলি চাপি ঢাকিতে বদন,
মুগ্ধ নেত্রে হেরিতাম পূর্ণ চন্দ্রানন।
১৩
বলে ছিলে এক দিন আছে কি স্মরণ?
“হ’তেম বিহঙ্গ যদি, দুই জনে নিরবধি,
উড়িয়ে মেঘের কোলে সুখে ভ্রমিতাম,
নদ নদী বন গিরি কত দেখিতাম।”
১৪
চাহি না বিহঙ্গ হ’য়ে উড়িতে গগণে,
পতঙ্গ হতেম যদি, লঙ্ঘিয়া এ ক্ষুদ্র নদী,
বারেক প্রেয়সি তোরে বুকে করিতাম,
এ ঘোর যাতনা ভুলি সুখে রহিতাম।

১৫


বুঝিলে কি প্রিয়তমে মনের বেদনা?
শুষ্ক হেরি এ নয়ন, ভেবেছ পাষাণ মন,
তরল হইত যদি বেদনা আমার,
হইত নয়ন জলে কত পারাবার।

১৬


বালিকা এ প্রেম তুমি বুঝিতে নারিবে,
সিন্ধুর পরিধি আছে, গগণেরও অন্ত আছে,
কালের অনন্ত সীমা হয় নিরুপন;
অনন্ত এ প্রেম মম বিশ্বে অতুলন।