সাধ


কত দিন ভাবে ফুল
উড়ে যাব কবে,
যেথা খুশি সেথা যাব,
ভারি মজা হবে।
তাই ফুল এক দিন
মেলি দিল ডানা।
প্রজাপতি হ’ল, তারে
কে করিবে মানা?

রোজ রোজ ভাবে ব’সে
প্রদীপের আলো,
উড়িতে পেতাম যদি
হ’ত বড়ো ভালো।
ভাবিতে ভাবিতে শেষে
কবে পেল পাখা।
জোনাকি হ’ল সে, ঘরে
যায় না তো রাখা।

পুকুরের জল ভাবে
চুপ ক’রে থাকি—
হায় হায়, কী মজায়
উড়ে যায় পাখি।
তাই এক দিন বুঝি
ধোঁওয়া-ডানা মেলে
মেঘ হয়ে আকাশেতে
গেল অবহেলে।

আমি ভাবি ঘোড়া হ’য়ে
মাঠ হব পার।
কভু ভাবি মাছ হয়ে
কাটিব সাঁতার।
কভু ভাবি পাখি হয়ে
উড়িব গগনে।
কখনো হবে না সে কি
ভাবি যাহা মনে?