চিত্রবিচিত্র
চিত্রবিচিত্র
রবীন্দ্রনাথ ঠাকুর
বিশ্বভারতী গ্রন্থনবিভাগ
প্রকাশ : শ্রাবণ ১৩৬১
সংস্করণ : ভাদ্র ১৩৬২, ফাল্গুন ১৩৬৩
পুনমুদ্রণ : পৌষ ১৩৬৬, মাঘ ১৩৬৯, মাঘ ১৩৭১
শ্রাবণ ১৩৭৪, পৌষ ১৩৭৬, ফাল্গুন ১৩৮১
বৈশাখ ১৩৮৭, অগ্রহায়ণ ১৩৯২
পৌষ ১৩৯৮
@ বিশ্বভারতী
প্রকাশক শ্রীসুধাংশুশেখর ঘোষ
বিশ্বভারতী। ৬ আচার্য জগদীশ বসু রোড। কলিকাতা ১৭
৫২ রাজা রামমোহন রায় সরণী। কলিকাতা ৯
‘সহজ পাঠ রচনার সমকালে (পৌষ ১৩৩৬) ছোটো ছেলেমেয়েদের আনন্দপ্রদ ও পাঠোপযোগী এমন কতকগুলি কবিতা লেখা হয় যেগুলি এ পর্যন্ত রবীন্দ্রনাথের কোনো গ্রন্থে সংকলিত হয় নাই। প্রধানত ঐ কবিতা ও ‘সহজ পাঠ’-এর কবিতা মিলাইয়া, সেইসঙ্গে কবির অপরিচিত বা অল্পপরিচিত অন্য কতকগুলি রচনা সাজাইয়া, ‘চিত্রবিচিত্র’ প্রকাশিত হইল। খুব অল্প বয়সের ছেলেমেয়েদের পড়িতে দিবার পক্ষে সরল অথচ সরস কবিতার সংগ্রহ হিসাবে ইহার উৎকর্ষ ও উপযোগিতা স্বতঃই প্রতিভাত হইবে।
‘সহজ পাঠ’ প্রথম ও দ্বিতীয় ভাগের কবিতা দিয়া এই সংকলনের সূচনা হইয়াছে। ইহার ফলে যুক্তাক্ষরবর্জিত অতি সরল ভাষা ও ভাবের পাঠ হইতে শুরু করিয়া, শিক্ষা অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে, ভাষায় ও ভাবে উত্তরোত্তর সমৃদ্ধতর যে পাঠ তাহাও আয়ত্ত করা সহজসাধ্য হইবে। আশা করা যায়, নূতন কবিতার অনুষঙ্গে ও নূতন পরিকল্পনার অঙ্গীভূত হইয়া, কবির পূর্বপরিচিত রচনাও একটি অপূর্বতা লাভ করিবে এবং যাহাদের জন্য এই গ্রন্থ সংকলন করা হইল তাহাদের আনন্দ-বিধান করিতে পারিবে।
নূতন রচনাগুলি রবীন্দ্রসদন-সংগ্রহ-ভুক্ত নানা পাণ্ডুলিপি হইতে শ্রীকানাই সামন্ত সংগ্রহ করেন; বর্তমান গ্রন্থসংকলনের ভারও তাঁহাকে দেওয়া হইয়াছিল। ইতি শ্রাবণ ১৩৬১
লাইনো হরপে ছাপা না হইলে বিশ্বভারতী-প্রকাশিত রবীন্দ্রগ্রন্থাবলীতে, পদের প্রথম ব্যঞ্জনবর্ণ-আশ্রিত ' ্য্া' উচ্চারণ বুঝাইতে ` ে ' হরপটি ব্যবহৃত হয়। যেমন, “ভ্যাড়া’ শব্দটি ‘ভেড়া’ ছাপা হইতে পারে এবং 'যেন' 'কেন' উচ্চারণের দিক দিয়া ‘জ্যান’ ‘ক্যান’ এরূপ বুঝিতে হইবে।
সূচীপত্র | |||||
চিত্র | |||||
উষা | • | ১১ | |||
আমাদের পাড়া | • | ১৩ | |||
মোতিবিল | • | ১৫ | |||
ছোটো নদী | • | ১৭ | |||
ফুল | • | ২০ | |||
সাধ | • | ২২ | |||
শরৎ | • | ২৪ | |||
নতুন দেশ | • | ২৬ | |||
হাট | • | ২৮ | |||
আগমনী | • | ৩০ | |||
শীত | • | ৩৩ | |||
ঝোড়ো রাত | • | ৩৬ | |||
পৌষ-মেলা | • | ৩৯ | |||
উৎসব | • | ৪০ | |||
ফাল্গুন | • | ৪৩ | |||
তপস্যা | • | ৪৬ |- | বিচিত্র | ||
ভোতন-মোহন | • | ৫১ | |||
স্বপন | • | ৫২ | |||
উড়ো জাহাজ | • | ৫৪ | |||
এক ছিল বাঘ | • | ৫৬ | |||
বিষম বিপত্তি | • | ৫৯ | |||
অগ্নিকাণ্ড | • | ৬১ | |||
ভুপু | • | ৬২ | |||
উল্টারাজার দেশ | • | ৬৩ | |||
ছবি-আঁকিয়ে | • | ৬৪ | |||
চিত্রকূট | • | ৬৬ | |||
চলন্ত কলিকাতা | • | ৬৯ | |||
হনুচরিত | • | ৭৩ | |||
পাঙ্চুয়াল | • | ৭৫ | |||
খেয়ালী | • | ৭৬ | |||
খাপছাড়া | • | ৭৭ | |||
সুন্দর-বনের বাঘ | • | ৭৮ | |||
চলচ্চিত্র | • | ৮২ | |||
পিয়ারি | • | ৮৭ |
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।