চেনা দায়।

সূচনা।

 এই কলিকাতা শহরের ভিতর জুয়াচোরগণ সোণা বলিয়া পিত্তল দিয়া যে কতরূপ জুয়াচুরি করিতেছে, এবং নিত্য নিত্য নূতন নূতন উপায় বাহির করিয়া, নবাগত নিরীহ পল্লীগ্রামবাসীগণকে যে কতরূপে ঠকাইতেছে, তাহার সবিশেষ বর্ণনা করা একবারেই অসম্ভব। যতদূর সম্ভব, তাহার কয়েকটী বিবরণ আমি নিম্নে লিপিবদ্ধ করিলাম। আশা করি, কি সহর, কি পল্লীগ্রামবাসীগণ, যাঁহাদিগের সহিত এই কলিকাতার কিছু না কিছু সংশ্রব আছে, তাঁহারা সবিশেষ মনোেযোগের সহিত ইহা পাঠ করিয়া ভবিষ্যতের জন্য সতর্ক হইবেন। জুয়াচোরগণ সুবর্ণ পরিচয়ে পিত্তল দিয়া যত প্রকারে লোক ঠকাইয়া থাকে, বা উহাদিগের যতরূপ কৌশল আমরা অবগত আছি, তাহার সমস্তই যে আমি এই স্থানে বর্ণন করিতেছি, তাহা নহে। উহার মধ্যে যে সকল মোকদ্দমায় আমি হস্তক্ষেপ করিয়াছি, বা যে সকল জুয়াচোর আমা কর্ত্তৃক ধৃত হইয়াছে, কেবল তাহাদিগের কৃত জুয়াচুরি সকল এই স্থানে প্রকাশিত হইল।