ছাড়পত্র/এই নবান্নে
< ছাড়পত্র
(পৃ. ৭১)
এই নবান্নে
এই হেমন্তে কাটা হবে ধান,
আবার শূন্য গােলায় ডাকবে ফসলের বান
পােষ পার্বণে প্রাণ কোলাহলে ভ’রবে গ্রামের নীরব শ্মশান।
তবুও এ হাতে কাস্তে তুলতে কান্না ঘনায়:
হালকা হাওয়ায় বিগত স্মৃতিকে ভুলে থাকা দায়;
গত হেমন্তে ম’রে গেছে ভাই, ছেড়ে গেছে বােন,
পথে প্রান্তরে খামারে মরেছে যত পরিজন;
নিজের হাতের জমি ধানবােনা
বৃথাই ধূলােতে ছড়িয়েছে সােনা,
কা’বােরই ঘরেতে ধান তােলবার আসেনি শুভক্ষণ—
তােমার আমার ক্ষেত ফসলের অতি ঘনিষ্ঠ জন।
এবার নতুন জোরালাে বাতাসে
জয়যাত্রার ধ্বনি ভেসে আসে,
পিছে মৃত্যুর ক্ষতির নির্বচন—
এই হেমন্তে ফসলেরা বলে: কোথায় আপন জন?
তারা কি কেবল লুকানাে থাকবে,
অক্ষমতার গ্লানিকে ঢাকবে,
প্রাণের বদলে যারা প্রতিবাদ ক’রেছে উচ্চারণ?
এই নবান্নে প্রতারিতদের হবে না নিমন্ত্রণ?