জীবনী কোষ/ভারতীয়-ঐতিহাসিক/কণ্ঠহার


কণ্ঠহার— ধেনুকর্ণ নামে গোকর্ণকুল সম্ভূত একজন রাজা, তীর্থ পর্য্যটন উপলক্ষে যশোহরে গমন করেন এবং তথায় রাজ্য স্থাপন করেন। ধেনুকর্ণের পুত্র কণ্ঠহার অতিশয় বীর পুরুষ ছিলেন। তাঁহার উপাধি ছিল ‘বঙ্গভূষণ’। যশোহর জিলার উত্তর অংশে তিনি রাজত্ব করিতেন। তাঁহার নামানুসারে সেই পরগণাও ‘ভূষণ’ নামে পরিচিত হয়। উহাই পরে ‘ভূষণা’ নামে খ্যাত হয়। কণ্ঠহার দীর্ঘকাল রাজত্ব করিয়া পরলোক গমন করেন।