জীবনী কোষ/ভারতীয়-ঐতিহাসিক/কবচসেন


কবচসেন—বাংলার বল্লালসেন বংশীয় বাহুসেন খ্রীঃ ত্রয়োদশ শতাব্দীতে পাঞ্জাবের অন্তর্গত বর্ত্তমান শিমলা পাহাড়ের নিকটস্থ কুলু প্রদেশে যাইয়া বাস করিতে থাকেন, তাঁহার অধস্তন দশম পুরুষ কবচসেন কুলুর রাজা কর্ত্তৃক নিহত হন। তাঁহার গর্ভবতী পত্নী পলায়ন করিয়া শিবকোট নামক স্থানে আশ্রয়গ্রহণ করেন। তথায় তাঁহার গর্ভজাত পুত্র বাণসেন জন্মগ্রহণ করেন। এই বাণসেনই বয়ঃপ্রাপ্ত হইয়া পরে শিবকোটের রাজা হন।