জীবনী কোষ/ভারতীয়-ঐতিহাসিক/কবিকর্ণপুর


কবিকর্ণপুরচৈতন্য মহাপ্রভুর ভক্ত শিবানন্দের পুত্র পুরী গোস্বামীর অন্য নাম। তিনি কবিকর্ণপুর নামেই বিশেষ পরিচিত। নদিয় জিলার কাঁচড়া পাড়া গ্রামে তাঁহার জন্ম স্থান। তাঁহার রচিত গ্রস্থের নাম ‘চৈতন্যচন্দ্রোদয়’ পরমানন্দ দেখ। শিবানন্দ উড়িষ্যা প্রদেশের অনেক সামন্ত নরপতির গুরু ছিলেন। তাঁহার প্রভাবে অনেকে বৈষ্ণব হইয়াছিলেন।