জীবনী কোষ/ভারতীয়-ঐতিহাসিক/কবিবল্লভ


কবিবল্লভ—(১) উত্তর বঙ্গের একজন কবি। তিনি বগুড়া জিলার অধিবাসী ছিলেন। তাঁহার পিতার নাম রাজবল্লভ, মাতার নাম বৈষ্ণবী। তিনি খ্রীঃ ষোড়শ শতাব্দীর শেষভাগে বর্ত্তমান ছিলেন। তদ্রচিত গ্রন্থের নাম ‘রসকদম্ব’ ও ‘আদিরস’। (২) মধ্য যুগের ঐ নামে অনেক কবি ছিলেন। কিন্তু প্রকৃত পক্ষে কবি বল্লভ তাঁহাদের উপাধি। আসল নাম অন্য কিছু।