জীবনী কোষ/ভারতীয়-ঐতিহাসিক/কবিবল্লভ রায়


কবিবল্লভ রায়—খ্রীষ্টায় ষোড়শ শতাদীর মধ্যভাগে শ্রীহট্টের সর্ব্বানন্দ নামীয় এক ব্যক্তি মুসলমান ধর্ম্ম অবলম্বন পূর্ব্বক শ্রীহট্টের শাসনকর্ত্তা হইয়াছিলেন। তৎকালে তাঁহার নাম সরওয়ার খাঁ হয়। খৃষ্টীয় সপ্তদশ শতাব্দীর মধ্য ভাগে ঐ বংশে কবিবল্লভ নামে এক ব্যক্তি জন্মগ্রহণ করেন। তিনি পারস্য ভাষায় অতি সুপণ্ডিত ছিলেন। দিল্লীর সম্রাট তাঁহার গুণগ্রামে মুগ্ধ হইয়া তাঁহাকে “রায়” উপাধি প্রদান পূর্ব্বক তাঁহাকে শ্রীহট্টের কাননগু ও দস্তিদার পদে নিযুক্ত করেন। কবিবল্লভের সুবিদ রায় ও শ্যাম দাস রায় নামে দুই পুত্র জন্মে। তন্মধ্যে সুবিদ রায় পিতৃপদ প্রাপ্ত হন। সুবিদ রায়ের পুত্র সম্পদ রায়, সম্পদ রায়ের পুত্র যাদব রায়। ইহাঁরা উভয়েই শ্রীহট্টের কাননগু ও দস্তিদার ছিলেন। নিঃসন্তান যাদব রায়ের পরে, শ্যাম দাস রায়ের পৌত্র, লক্ষ্মী নারায়ের পুত্র হরকৃষ্ণ রায় শ্রীহট্টের শাসনকর্ত্তা হইয়াছিলেন। হরকৃষ্ণ রায়ের কৃষ্ণ রায় নামে এক জ্যেষ্ঠ সহোদরও ছিলেন।