জীবনী কোষ/ভারতীয়-ঐতিহাসিক/কমরউদ্দিন খাঁ


কমরউদ্দিন খাঁ—দিল্লীর সম্রাট মোহাম্মদ শাহের প্রধান মন্ত্রী। তিনি তুরাণ দেশের (তুর্কিস্থান) অধিবাসী ছিলেন। তাঁহার পিতা মোহাম্মদ আমীন খাঁ আওরঙ্গজীবের রাজত্বকালে ভারতবর্ষে আগমন করেন। তিনি তাঁহার পিতার জীবিতকালে গোসলখানার দেওয়ান ছিলেন। চিনক্লিস খাঁ দক্ষিণাত্যে চলিয়া গেলে, তিনিই মন্ত্রী পদে প্রতিষ্ঠিত হন। কিন্তু তিনি মন্ত্রী পদের উপযুক্ত ছিলেন না। আহাম্মদ শাহ আবদালীর সহিত যুদ্ধে তিনি নিহত হন। মন্ত্রী কমরউদিনের মৃত্যুর পরেও তাঁহার পুত্র মীরমন্নু প্রাণপণে যুদ্ধ করিয়ছিলেন। তাঁহারই বিক্রমে আহাম্মদ শাহ আবদালী যুদ্ধে পরাস্ত হইয়া, কান্দাহারে চলিয়া যাইতে বাধ্য হন। মোহাম্মদ শাহ এই বীরত্বের পুরস্কারস্বরূপ বহু খিলাতসহ তাঁহাকে লাহোর ও মুলতানের সুবাদারের পদে নিযুক্ত করেন।