জীবনী কোষ/ভারতীয়-ঐতিহাসিক/কমলকৃষ্ণ দেব, মহারাজা
কমলকৃষ্ণ দেব, মহারাজা—তিনি কলিকাতা শোভাবাজারের রাজা রামকৃষ্ণের ষষ্ঠ পুত্র। ১৮২০ খ্রীঃ অব্দে তাঁহার জন্ম হয়। তিনি তাৎকালীন হিন্দু কলেজে শিক্ষা লাভ করেন। তিনি সাহিত্যানুরাগীও ছিলেন। ‘গুণাকর’ ও ‘ভাস্কর’ নামে দুইখানি পত্রিকা তাঁহারই অর্থানুকল্যে প্রকাশিত হইত। তিনি নিজেও তাহাতে লিথিতেন। বিদ্যালয়, চিকিৎসালয়, অন্নসত্র প্রভৃতি অন্যান্য জনহিতকর কার্য্যে ও তাঁহার খুব অনুরাগ ছিল এবং তজ্জন্য প্রচুর অর্থ ব্যয়ও করিয়াছেন। তাঁহার গুণের পুরস্কারস্বরূপ তিনি ১৮৭৭ সালে রাজা ও ১৮৮০ সালে মহারাজা উপাধি প্রাপ্ত হন। নীলকৃষ্ণ ও বিনয় কৃষ্ণ নামে দুই পুত্র রাখিয়া তিনি পরলোক গমন করেন।