টম্‌ খুড়ো/জগদীশ্বরকে আমাদিগের ধন্যবাদ

জগদীশ্বরকে আমাদিগের ধন্যবাদ।

আমাদিগের ব্রিটিসভুমি সংক্রান্ত বাটী, ধর্ম্মমন্দির এবং বিদ্যালয় হইতে আমরা পরমকারুণিক পরমেশ্বরকে অবিশ্রান্ত ধন্যবাদ করিব। কারণ, আমাদিগের নগরস্থ বা পল্লীগ্রামস্থ পরিশ্রমি মানবগণের মধ্যে পিতা মাতা বা সন্তান বিক্রয় দোষ প্রচলিত নাই। আমাদিগের মধ্যে কোন ব্যক্তি ধনহীন বা বিদ্যাহীন থাকিলেও এবং কোন বর্ণের বৈলক্ষণ্য হইলেও বিক্রীত হইতে পারে না। তন্নিমিত্তে এক্ষণে কায়মনোবাক্যে জগদীশ্বরের প্রার্থনা করা সর্ব্ববিধায়ে আমাদিগের কর্ত্তব্য। যে হেতুক এস্থানে কোন লোক শ্বেত বা কৃষ্ণবর্ণ হউক না কেন, তথাচ তাহারা সকলে স্বাধীন হইয়া কাল যাপন করিতেছে, কখন ক্রীত বা বিক্রীত হয় না।

 হে জগদীশ্বর! আমাদিগের সাহসিক ইংলণ্ডভূমির এবং তৎসংক্রান্ত ক্ষেত্র বা নগর সকলের এবং সমুদ্রস্থিত নাবিকগণের এবং তৎপ্রদেশস্থ মেযপালকগণের মঙ্গল করুন। আর জগদীশ্বর ইহাই করুন, ইংলণ্ডের অধীনস্থ যে কোন স্থানে ক্রীতদাসেরা পদার্পণ করিবে, তৎক্ষণাৎ যেন তাহারা স্বাধীনতা লাভ করিয়া পরম সুখে সংসার যাত্রা যাপন করে।

সম্পূর্ণ