টম্ খুড়ো/হারিকে ধৃত করিতে বণিকের যাত্রা
ইদানীং ঐ ধনাঢ্য ব্যক্তির বাটীতে যাহা ঘাটয়া ছিল তাহা বর্ণনে প্রবৃত্ত হইলাম, প্রাতঃকালে দাস ক্রেত, শয্যা হইতে গাত্রোত্থান করিয়া ক্রীত বালককে আপন ভবনে লইয়া যাইবার উদ্যোগে আছেন, এমত সময়ে দেখিলেন, যে ইলাইজা আপন তনয় হারিকে লইয়া বাটী হইতে পলায়ন করিয়াছে তজ্জন্য রোষ পরবশ হওত অরুণ লোচনে বাটীর কর্ত্তাকে বলিলেন, আপনি ত্বরায় করিয়া হারিকে আনাইয়া দিউন, তাহাতে তিনি সাম এবং আনডি নামক কাফ্রিদাস দ্বয়কে ডাকিয়া আদেশ করিলেন, যে তোমরা ত্বরায় দুইটি দ্রুতবেগি অশ্ব লইয়া ইলাইজার অনুগামী হও, এবং হারিকে ধৃত করিয়া এই বণিককে প্রদান কর। প্রভুর এরূপ আজ্ঞায় অগত্যা সম্মত হইয়া অশ্বালয়ে গমন করিল, কিন্তু তাহাদের মনে এমত ইচ্ছা ছিল না যে অশ্ব লইয়া ইলাইজার পশ্চাদ্গামী হয়, যে হেতুক তাহারা উভয়ে ক্রীতদাস, দাসত্ব শৃংখলের অসহ্য দুঃখ বিলক্ষণ অবগত আছে কিন্তু কি করেন প্রভূ আজ্ঞা লঙ্ঘন করিতে পারেন না, পরে অশ্বালয়ে যাইয়া ছলে অশ্বদিগকে ভয় প্রদর্শন করাতে তাহারা বন্ধন পাশ ছিন্ন করত একদিগে পলায়ন করিল, তাহারাও উভয়ে ঘোটক ধারণ জন্য সেই দিগে ধাবমান হইল, সুতরাং অশ্বানয়নে বিস্তর বিলম্ব হইল, তাহাতে বণিক অতিশয় ক্রোধান্বিত হইলেন। কিন্তু কি করেন কোন উপায় নাই, পরে মধ্যাহ্ন ভোজন কাল সমাগত দেখিয়া লূনাম্নী পাচিকাকে রন্ধন করিতে আদেশ দিলেন। পরন্তু পাক করিতে ইচ্ছা মত বিলম্ব করাতে ভোজন করিতে প্রায় বেলাবসান হইল। পরে সাম ও আনভি অশ্ব লইয়া তথায় উপস্থিত হওয়াতে বণিক তাহাদিগের সহিত ইলাইজার ও হারির অন্বেষণার্থে যাত্রা করিলেন।