তীর্থরেণু/'অমৃতং বালভাষিতং'

‘অমৃতং বালভাষিতং’

রাজার কথা অটল-সুগম্ভীর,
শাস্ত্র-কথা প্রশান্ত উদার;
ন্যায়ের কথা নিলয় সে যুক্তির,
শিশুর কথা?—পুলক-পারাবার।

ক্যাপ্‌লন্‌।