চিঠি

“প্রণাম শত কোটি,
ঠাকুর! যে খোকাটি
পাঠিয়ে দেছ তুমি মাকে,
সকলি ভাল তার;—
কেবল কাঁদে, আর,
দাঁত তো দাও নাই তাকে!
পারে না খেতে, তাই,
আমার ছোট ভাই;

পাঠিয়ে দিয়ো দাঁত, বাপু?
জানাতে এ কথাটি
লিখিতে হ’ল চিঠি।
ইতি। শ্রী বড় খোকা বাবু।”

রেক্সফোর্ড্‌।