তীর্থরেণু/অনাথ
অনাথ
(মুণ্ডারি)
ও পাড়াটা ঘুরে এলাম কেউ তো নেই,
এ পাড়াটা মরুভূমির মতন;
মাগো আমার নেই গো তুমি নেই গো নেই,
নেইক বাবা কর্ব্বে কে আর যতন?
আজকে যদি বাবা আমার থাক্ত গো,
মা যদি মোর আজ্কে বেঁচে থাক্ত,
পথে পথে খুঁজ্ত কত ডাক্ত গো,
কোলে পিঠে ক’রে সদাই রাখত।
মা হারিয়ে হারিয়েছি হায় সকলকেই,
কেউ ডাকেনা কেউ করে না খোঁজ;
বাপ গেছে যার জগতে তার কেউ তো নেই
এক্লা পথে ঘুরে বেড়াই রোজ।
মা-হারাণো বড় দুখের তুলনা তার নেইকো
বাপ হারাণো জগৎ অন্ধকার,
মা গো আমার, সত্যি তুমি নেই কি, তুমি নেই গো
বাবা আমার সত্যিই নেই আর!
পরের দ্বারে দাঁড়াই স্নেহ পাইনে,
চাক্রি স্বীকার এই বয়সেই কর্ব্ব;
ভয়ে কারো মুখের পানে চাইনে,
হয় তো মাগো কেঁদে কেঁদেই মর্ব্ব।