তীর্থরেণু/অনুতাপ
অনুতাপ
আমি তারে ভাল বাসি নাই, তবু,
চলে সে গিয়েছে ব’লে
ফাঁকা ফাঁকা যেন ঠেকিছে জীবন,
নয়ন ভরিছে জলে!
কত কথা সে যে আসিত বলিতে
শুনিনি তাহার আধা,
আজ কথা যদি কহে সে আবার
আর দিব না গো বাধা।
ত্রুটি খুঁজিবারে ব্যস্ত ছিলাম
ভাল বাসিব না ব’লে,
জ্বালাতন তারে করেছি কেবল
মরেছি আপনি জ্ব’লে।
প্রণয়ে নিরাশ হইয়া যেজন
মরণ নিয়েছে ডেকে,
তারি তরে মালা রচিব এখন
জীবন-যামিনী জেগে।
ল্যাণ্ডর।