অলক্ষ্যে অচেনা লোক আসে প্রতি ঘরে, অচেনার মাঝখানে কত খেলা করে! অলক্ষ্যে চলিয়া যায় শেষে একদিন, শূন্য নীড় পড়ে থাকে দেহ প্রাণহীন।