তীর্থরেণু/খোয়ানো ও খোঁজা

খোয়ানো ও খোঁজা

আপন মায়ের খোঁজে গেছে মা আমার,
তার আগে তার মার (ও) অমনি ব্যাপার!
জগৎ সমান ভাবে চলিয়াছে সোজা,
চলেছে সমান ভাবে খোয়ানো ও খোজা!

‘নাল-আদিয়ার'-গ্রন্থ।