করুণার দান
বড় ভাল বেসেছিনু, ওরে! বেসেছিনু দীর্ঘ দিন ধ'রে,— করুণায় তাই ভগবান কণ্ঠে মোর দিয়েছেন গান। বিফলে বেসেছি ভাল ব'লে— কণ্ঠে সুর টুটে পলে পলে,— করুণায় তাই ভগবান মৃত্যু মোরে করিছেন দান।