তীর্থরেণু/চড়ুই
চড়ুই
ছোটো একটি চড়ুই পাখী,
তার পরণে পোষাক খাকী,
মোর ঘরের বাহিরে থাকি
ওঠে ‘চিপিক্’ ‘চিপিক্’ ডাকি!
টোকা দ্যায় সে সাসির কাছে,
যেন আসিতে চায় গো কাছে,
যেন শোনাতে চায় সে মোরে
তার গান দিনমান ধ’রে;
আমি কাজ করি আনমনে,
কে বল্ চড়ুয়ের গান শোনে?
পাখী ‘চিপিক্’ ‘পিচিক্ ক’রে
উড়ে চ’লে গেল অনাদরে।
আশা, সান্ত্বনা, ভালবাসা,
ওগো, স্বর্গে যাদের বাসা,
তারা পাখীর মতন এসে
এই মানুষেরে ভালবেসে
বসি’ জীবনের বাতায়নে
গান শোনায় গো জনে জনে;
মোরা ডুবে থাকি শত কাজে,
তারা ঘেঁষিতে পায় না কাছে;
মোরা ভুলে থাকি হাসি খুসি,
শুধু, ঠেলাঠেলি ঘুসোঘুসি,
তারা অনাদরে যায় ফিরে,
তখন ভাসি নয়নের নীরে।
নিগ্রো ডান্বার।