জীবন

খাবার জন্যে একমুঠো ভাত, শোবার জন্যে একটি কোণ,
কাঁদতে পূরো একটা বেলা, হাস্‌তে মোটে একটু ক্ষণ;
আনন্দ সে দু’এক পোয়া, দুঃখ কষ্ট দু’এক মণ,
ফুর্ত্তি যত দ্বিগুণ তাহার মৌন বিষাদ-বিলপন;
এই জীবন!

এক্‌টি কোণ আর একমুঠো ভাত-প্রেম থাকেত রাজ্যধন,
কান্না তথন স্বস্তি আনে, একটু হাসিই জুড়ায় মন;
ফুর্ত্তি তখন দ্বিগুণ মিঠে; দুর্ভাবনা কতক্ষণ?
হাসির কাছে আশী রচে পারার মতন উদ্বেজন;
এই জীবন।

নিগ্রো ডান্‌বার।