প্রহরায়

প্রহরায় দোহে জেগে বসে আছি,—
আমি আর সংশয়,
ঝড়ের রাত্রে হয়ে কাছাকাছি—
আমি আর সংশয়।
মগ্ন গিরির শঙ্কা করিয়া
তাকাই অন্ধকারে,
ঢেউ চলে যায় তরী লম্বিয়া
ভরে বুক হাহাকারে।

নৌকায় দোহে পায়চারি করি
আমি আর প্রত্যয়,
ঘন ঘটামাঝে মোরা দেহে হেরি
অকূলে অরুণোদয়।

পূবের ঝরোখা খুলি’ যেথা ঊষা
উঁকি দ্যায় শেষ রাতে,—
সংশয় আর প্রত্যয় যেথা
অভেদ আমার সাথে!

হাইন্‌।