দুঃখলোপী মিলন
(রাবেয়া)
প্রভু! আমি কেমনে বুঝাবআমার সে প্রাণের বেদন? নয়ন, তোমার আবির্ভাবে,হয় যে গো উৎসবে মগন! প্রভাতে উদিলে দিননাথমলিন কি রহে শতদল? পাই যবে তোমার সাক্ষাৎআপনি লুকায় আঁখিজল!