তীর্থরেণু/নৃত্য-গীতিকা

নৃত্য-গীতিকা

(মেক্সিকো)

গোটা গোটা উঠল ফুটে জাল্-তু-মোতির ফুল,
পাপড়ি সে পূরন্ত হ’ল বাতাসে দুল্‌দুল্‌;

পাহাড় কোলে কুজ্ঝ্বটিকা ঘুমিয়ে প’ল আজ,
শীষ দিয়ে ঐ নীল পাখীটি ডুবলো পাতার মাঝ!

কঠিন ঠোঁটে গাছের বাকল কোন্ পাখী কাটে,
কাঠ্‌বিড়ালীর ‘চিড়িক্‌’ ‘চিড়িক্‌’ শব্দে কান ফাটে;

কালো বাদুড় মাকুর মতন সাঁঝের জাল বোনে,
ফলন্ত গাছ নুয়ে কথা কয় মাটির সনে!

হাওয়ার কোলে মিলিয়ে গেল এক্‌লা চীলের ডাক,
বৃষ্টি এসে পড়্‌ল ব’লে,—আয় গো নাচা যাক্।