তীর্থরেণু/বসন্তের প্রত্যাবর্ত্তন

বসন্তের প্রত্যাবর্ত্তন

কিরণে ঝলমল  অগাধ নীলজল,
নীল কমল তায় ফুটেছে;
বনের পথ ধরি’  চলেছে সুন্দরী,
নীল কমল হেরি’ ছুটেছে।
ঝাপ্‌সা ঝোপে ঝাপে ব্যথিত বায়ু কাঁপে,
পিচের শাখে শাখে পাতার সূচী;
ঝাউয়ের মৃদু ছায়া  রচিছে কিযে মায়া
ছড়ায়ে বন পথে সোনার কুচি!
নীল কমল লখি’  চলে কমল-সখী,
বন বিজন, ভিজা ভেষজ ঘ্রাণ;

আবেশে একাকার  চলিতে পিছে তার
শুনি গো বারবার পুরাণে তান;—
“নিখিলে আছে মিশে কাহিনী অনাদি সে,—
যা’ ছিল পুরাতন হ’ল সে নব;
কালের বিষে জ্বরা  তরুণ হ’ল ধরা
পুরাণো প্রাণে নব প্রেমমাৎসব!”

সুকুন্তু।