তীর্থরেণু/প্রার্থনা (মেক্সিকো)

প্রার্থনা

(মেক্সিকো)

মনসা কাঁটার শুভ সুমনস্‌।
আমারে কর গো বুড়া,
কুহকের জাল ছিন্ন কর গো।
মায়াবীর মায়া গুঁড়া;
তেমন বয়স পাই যেন, যাহে
লাঠি হয় সম্বল,
আমার আরতি গ্রহণ কর গো
নিশীথের শতদল!