তীর্থরেণু/বন্দী
বন্দী
বিকল ভাবে বিরস ভাবে
সারাদিনমান
কারা-গৃহের প্রাচীর ‘পরে
উড়িছে নিশান;
বাতাসে তার শব্দ উঠে
বিচিত্র সুরে,
ক্লান্ত হিয়া আমারে, হায়,
অতিষ্ঠ করে!
ছাদের কোলে তীব্র আলো
গবাক্ষে জাগে,
চেয়ে চেয়ে শূন্য নয়ন
নির্বাণে মাগে;
হাতে শিকল, পায়ে বেড়ি,
পরাণ সে অধীর,
কারাবাসীর দুঃখে কালো
পাষাণের প্রাচীর।
পাষাণ প্রাচীর আর্ত্তনাদের
আখরে চৌচির,
নির্যাতনের নিশান ওড়ে
নির্দোষী বন্দীর।
উইলিয়ম মরিস।