তীর্থরেণু/বিবাহ-মঙ্গল
বিবাহ-মঙ্গল
(পার্শীজাতি)
‘আজ আমাদের বিয়ে বাড়ী?—কেমন ক’রে জান্লি ভাই?
‘গয়লা আসে, ময়রা আসে, স্যাকরা হাসে, জান্ছি তাই!’
‘আজ আমাদের বিয়ে বাড়ী!’—কেমন ক’রে জান্লি ভাই?
ঘরে দ্বারে উঠান্ ‘পরে লোক ধরে না,—জান্ছি তাই!’
‘আজ আমাদের আমোদের দিন!’-কেমন ক’রে জান্লি ভাই?
‘বাজ্ছে বাঁশী, বাজ্ছে ন’বৎ, শুন্ছি কানে, জান্ছি তাই!’
‘মোদের বাড়ী বরের বাড়ী!-কেমন ক’রে জান্লি ভাই?
‘ঘোড়ার সারি দাঁড়িয়ে দ্বারে, দেখ্ছি চোখে জান্ছি তাই!
‘বরের বাড়ী আমোদ ভারী!’—কেমন ক’রে জান্লি ভাই?
‘বন্ধু কুটুম! তাক্ দুমদুম্! আঙিনায় আর নাইক ঠাঁই!-
জান্ছি তাই!’