তীর্থরেণু/বীরের ধর্ম্ম
বীরের ধর্ম্ম
বীরের ধর্ম্মে যা’ বলে করিয়ো,—যে কথা যে কাজ
পুরুষে সাজে;
প্রশংসা যদি হয় প্রয়োজন খুঁজিয়ো আপন
মনের মাঝে।
ধন্য জীবন তাহারি,—যে জন নিজে বিচারিয়া
নিজের তরে
নীতি ও নিয়ম করি’ প্রণয়ন, আমরণ তাহা
পালন করে;
নহিলে কেবল বেঁচে মরে থাকা,—পুতুলের মত
আসা ও যাওয়া,—
একখানি ছায়া,—এক জোড়া চোখ,—এক্টা শব্দ,—
এক্টু হাওয়া!
কামৈন্স্।