মুগ্ধ

নীল আকাশের বিমল বিভাতে
তোমারেই শুধু দেখি, কিশোরী!
গিরি নিঝরের রূপালি তুফানে
তুমি দেখা দাও মূরতি ধরি’!
স্পন্দনহীন প্রখর রৌদ্রে
রয়েছ দাঁড়ায়ে হে অপ্সরী!
চঞ্চল শিখা তারায় তারায়
হাসিছ আকুল জোছনা ভরি’!
যে দিকে চাই
দেখি তোমায়!
আঁখি ফিরাই,—
রয়েছ! হায়!
কভু পিছে কভু হাসিছ সমুখে,
হায় নিষ্ঠুরা! একি চাতুরী!

কিস্‌ফালুডি।