তীর্থরেণু/প্রথম সম্ভাষণ

প্রথম সম্ভাষণ



কতবার ভেবেছি গো, ভগবান নিজ করুণায়,
নিভৃতে সৌন্দর্য্য তব দেখাইয়া দিবেন আমায়;
আজিকে আপনা হ’তে তুমি মোরে দিলে দরশন!
অনেক দিনের সাধ-হৃদয়ের-করিলে পূরণ।
চক্ষে দেখিতেছি তোমা, কণ্ঠস্বর শুনিতেছি কানে,
হে সুন্দরী! কহ কথা, আরবার চাহ মোর পানে;
মুগ্ধ এ শ্রবণে তুমি বল যাহা বলিবার আছে,
অন্তরের অভিলাষ অসঙ্কোচে কহ মোর কাছে।

ফর্দ্দূসী।