শিশির যাপন


চোটো না ভাই বরফ আজো নড়্‌ছে নাকো দেখে,
হাত পা ভেঙে গিয়েছে তার প’ড়ে আকাশ থেকে!
সকল বাড়ীর দুয়ারে সে দিয়ে গেছে হানা,
জলে হাওয়ায় ছোরাছুরি, বাহির হওয়া মানা!
মস্‌জিদে লোক যায় না শীতে, ঘিরেছে উনান্‌,
দেখছি এবার অগ্নি পূজা ধলে মুসলমান!
আয় মেসিহি! শীতের ক’ দিন ঘুমিয়ে কাটাই আয়,
বসন্তে সব ফুলের সনে জাগ্‌ব পুনরায়।