তীর্থরেণু/স্বপ্নাতীত
স্বপ্নাতীত
দুলেছিল অচিন্ পাখী এই ডালের এই ফেঁক্ড়িতে,
পরশে ফুল ধরিয়েছিল তায় গো!
তখনো তার হয়নি বাসা আগ্ডালের ঐ বাঁকটিতে
একেবারে নীল আকাশের গায় গো!
ফেঁক্ড়ি কাঙাল,—স্বপ্নাতীত, হায় গো, .
তারেই কিনা গান শোনানো! বেছে নেওয়া তায় গো!
থুয়েছিল রাজার মেয়ে মাথাটি তার এই বুকে,
শুভক্ষণে ক্ষণিক প্রেমের উচ্ছ্বাসে,
তখনো সে তাহার যোগ্য উচ্চ প্রেমের রাজসুখে
পায়নিক, হায়, যায়নি মেতে উচ্চাশে!
কাঙাল হৃদয়-হর্ষে বুঝি টুট্বে সে,
তারেও কিনা প্রেম দেওয়া গো জমিয়ে রেখে উদ্দেশে!
রবার্ট ব্রাউনিং।