স্বর্ণমৃগ

দেখিয়াছি তারে মেঘের মাঝারে,
পাহাড়ের জঙ্গলে,
দুঃখে গলে না স্নেহে সে ভোলে না,
কেবলি নাচিয়া চলে!

তবু তার সেই চাহনিটি যেন
পূর্ব্বরাগের চাওয়া,
দোলাইয়া যেন যায় বনে বনে
প্রভাত-শুভ্র হাওয়া!

চিরকামনার স্বর্ণ মৃগ সে,
কীর্ত্তি তাহার নাম;
শিকারী এবং কুক্কুরদলে
দ্যায় না সে বিশ্রাম।

পাউণ্ড।