তীর্থ-সলিল/অভাগীর চরম সাধ

অভাগীর চরম সাধ।

আর কি আমার নাম করে কেউ
আমাদের সেই গাঁয়?
ঘাটের পথে,— মাঠের কোলে,—
প্রাচীন বটের ছায়?
সেই যে, যেথা খেলেছিলাম
কতই খেলা, হায়!

মাগো, তোমায় মুখ দেখাতে
হয় মা আমার ভয়,
হতভাগীর এ অপরাধ
ক্ষমার যোগ্য নয়;—
তবু তোমার আমার লাগি’
অশ্রু আজো বয়।

বাবা আমার পুরুষ মানুষ
তাঁর ভ্রুকুটি সয়,
তুমি নারী,— ওই ত’ বাধা
ওইখানেই ত’ ভয়;
কেমন করে ছোঁবে?—যে জন
ছোঁবার যোগ্য নয়?

তবে আজি মর্‌তে বসে
ডাক্‌ছি মা তোমায়,
ছেলেবেলার মতন আমায়
ঘুম পাড়াবি আয়;
সাম্‌নে যে না দারুণ আঁধার
দৃষ্টি ডুবে যায়!
স্টিফেন্ ফিলিপস্।