তীর্থ-সলিল/কাব্যাধিষ্ঠাত্রীর প্রতি
কাব্যাধিষ্ঠাত্রীর প্রতি।
দুঃখ নাই কল্পনা আমার,—তুমি যদি নাহি হও জন-বিমোহিনী;
তবে যদি নাহি পায় মর্ম্ম পরশিতে,—অভাগিনী তুমি!
আজ যদি সমস্ত জগৎ ছলায় কলায় বাঁধা পড়ে গো আপনি;—
সাহসে হৃদয় বাঁধ, দেখ’—ছেড় না সরল পথ তুমি!
সত্য রত্ন অমূল্য সে ধন,—যদ্যপি সে ধনে ধরে ও হৃদয়-খনি,
সুখ্যাতি ও অখ্যাতির বায়ু-বাণ হ’তে মুক্ত তবে তুমি!
যদি তুমি না পার দেখাতে ফিরাইয়া জগতেরে নিজরূপ খানি,
দেখ গো আপনি চেয়ে আপনার পানে,—গরবিনী তুমি!
বাস্তবের গভীর সাগর—তরঙ্গ সংক্ষুব্ধ তা’রে করেছ আপনি;
হঠাৎ-কবির দল মরিবে ডুবিয়া, বেঁচে র’বে তুমি!
সে কাল গিয়াছে চ’লে এবে,—মিথ্যা যবে কবিতার আছিল সঙ্গিনী
এখন ফিরাও গতি, আর পূজা তা’র করিয়ো না তুমি!
লুক্কায়িত গৌরবের ‘ভেদ’—প্রাণপ্রিয় স্বদেশের আরাধনে, ধনি;
কিঙ্করের যোগ্যতাও থাকে যদি তব—সম্রাট্ সে তুমি!
রসজ্ঞের নয়নে নয়নে থাকা যদি আনন্দের হয় বিমোহিনী,
সম্পর্ক রেখ না তবে মুর্খ, অরসিক, অন্ধ সনে তুমি!
যদি কেহ বুঝে তব গুণ, একজন! একজন! লও তারে গণি’;
তোর গর্ব্ব রেখে থাকে ‘হালি’ তা’র গর্ব্ব রেখ সখী তুমি।