ক্ষীর ও নীর।
শাস্ত্র অনেক, কাব্য অনেক, আয়ু-সংক্ষেপ, হায়! দুর্ঘটনার অন্ত নাহিক, বাধা দেয় পায়, পায়; সুধী যেইজন মরালের মত স্বভাবটি হয় তা’র, সে করে যতনে ক্ষীর-সংগ্রহ নীর করি’ পরিহার৷