জপের গুটি।

জীবে প্রেম যাঁর চরম শিক্ষা আমি সে গুরুর শিখ্,
মর্ম্মতলেরো মর্ম্ম যেজন জাগ্রত অনিমিখ্;
অনুসন্ধান যে করেছে তাঁর সেই ত’ পেয়েছে ঠিক্!

* *
নিশ্বাস গুলি যে মালার গুটিসে কেমন জপ মালা!

নিভৃতে আসিয়া করেছে আপনি অনাগত কাল আলা!
নিশ্বাস-মণি-মালা কে দেখেছে!—মালার উজল জ্বালা!

নানক।