জ্যোৎস্নার কুহক।
ভঙ্গুর ভাবনা কতশত, কতশত অস্ফুট বেদনা, মর্ম্মরিয়া প্রাণে ওঠে জেগে, দাঁড়ায়ে যখন আনমনা চেয়ে থাকি লাবণ্য-তরল শরতের চাঁদে; আত্মহারা; তবু সে রূপালি কুহকেতে একা আমি পড়ি নাই ধরা! ৎসিসাতু।