তীর্থ-সলিল/দুখ শর্ব্বরী মাঘে
দুখ-শর্ব্বরী মাঘে।
দুখ-শর্ব্বরী মাঘে,
বড় সুখী তরুলতা;
শাখে আর নাহি জাগে
শ্যামল শোভার কথা!
উত্তর বায়ু পারে না পত্র ঝরাতে,
বরষি’ করকা তীব্র স্বননে ত্বরাতে;
নাহি পারে আর পিণ্ড-তুষার জ্বরাতে,
বিকাশের মুখে তা’ সবায়।
দুখ-শর্ব্বরী মাঘে,
বড় সুখী নির্ঝর;
বুদ্বুদে নাহি জাগে
রঙিন্ রবির কর!
শুধুই মধুর বিস্তৃতি ল’য়ে সুখেতে,
লালসা-লহর শান্ত করে সে বুকেতে;
নিমেষের’ তরে উচ্চারে না ত’ মুখেতে
কঠোর কালের বারতায়।
আহা যদি সকলেরি
হ’ত গো এমনি হায়;
অতীতের সুখ স্মরি’
কে না কাঁদে যাতনায়?
মরমে মরমে পরিবর্ত্তন মানা,
প্রতিকার নাই,—চিকিৎসা নাই—জানা,
অথচ নহেক অপটু, বধির, কাণা,
সে কথা লেখেনি কবিতায়।
কীট্স