তীর্থ-সলিল/নারী বন্দনা (গ্রীস্)
নারী-বন্দনা।
(গ্রীস্)
কপোল তোমার গোলাপের মত, দুধে-আল্তার রং,
নিশ্বাস মধু, সরল নাসিকা,—নহে গরুড়ের ঢং;
দীঘল আঙুল, ক্ষুদ্র চরণ, উজল মাঝারি চোক্,
জোড়া নহে ভুরু,—ঈষৎ বক্র, হাসিতে তুষ্ট লোক;
নগ্ন মূরতি সুন্দর অতি, ভূষণে তেমনি শোভা,
তনু কমনীয়, সুখ নমনীয়, নিখিল পরাণ লোভা!