তীর্থ-সলিল/নারী বন্দনা (মলয় উপদ্বীপ)

নারী-বন্দনা।
(মলয় উপদ্বীপ)

ললাট তোমার সিত পক্ষের তৃতীয়ার ক্ষীণ চাঁদ,
আধ-ফুটন্ত যূথিকার কলি স্ফুরিত নাসার ছাঁদ;
রাঙা দুটি গাল,—পুষ্ট রসাল, ধরেছে মাত্র রং,
নেবু গন্ধের তৃণের মতন কচি আঙুলের ঢং!
কুন্তল ঘন গন্ধ মগন গুবাক-ফুলের কাঁধি,
জোড়া-ভুরু যেন আকাশের পাথী চিত্রে রেখেছে বাঁধি’!
নয়নে তোমার শুক্র-তারার চির-উজ্জল বিভা,
পেকে-ফেটে-যাওয়া ডালিমের মত ওষ্ঠ অধর কিবা;
তিনটি রেখায় নিবিড় লেখায় শোভিত কণ্ঠ তা’য়,
ক্ষীণ কটি যেন ফুলের বৃন্ত হিল্লোলে দোলে হায়!