তীর্থ-সলিল/নারী বন্দনা (য়িহুদী দেশ)

নারী-বন্দনা।
(য়িহুদী)

তোমার মুখের গন্ধ মধুর নাসপাতি হ’তে মিঠে,
কিবা সর্ব্বৎ—কিবা সে সরাব অধর অমৃত ছিটে!
তরুণ তরুর ছন্দ তনুর, নীল কুন্তলজাল,
হৃদয়কুঞ্জে পুঞ্জে পুঞ্জে ব্রাহ্মণ সে সুরসাল!
লুকায়ে ও বুকে উৎসুক মুখে ও কি মৃগশিশু দু’টি?
আবরণ খানি করিলে মোচন—ওরা কি পালাবে ছুটি’?
স্ফটিকে গঠিত অঙ্গ তোমার, অমৃত পাত্র কায়,
কোন্ রস তাহে আছে যে অভাব ভাবিয়া পাই না হায়!