তীর্থ-সলিল/পদস্খলন
পদস্খলন।
কৌতুকে পড়িতেছিনু একদা দু’জনে,
সুন্দরের কথা,—তা’র প্রেমের কাহিনী,
নিভৃতে দু’জনে ছিনু অসংশয় মনে,
চোখাচোখি হ’তেছিল; শেণিত-বাহিনী
কপোল রঞ্জিয়াছিল দ্রুত অধ্যয়নে;
শেষে একঠায়ে মোরা ডুবিনু দু’জনে।
যখন পড়িনু মোরা,—চুমিল কেমনে
সে প্রেমিক ঈপ্সিত সে প্রফুল্ল আননে,—
যে আমারে ভুলিবে না কখনো জীবনে
কম্প্রবক্ষে মুখে মোর চুমিল অমনি!
পোড়া বই,—লিখেছিল কোন্ নষ্টজনে,
সে দিন সে কাব্য-পাঠ থামিল তখনি।
দান্তে।