তীর্থ-সলিল/প্রেমের ইন্দ্রজাল

প্রেমের ইন্দ্রজাল।

নীবীবন্ধন আপনি খসিছে, স্ফুরিছে ওষ্ঠাধর,
মনে মায়াবীজ বপন ক’রেছে;—সখী, সেকি যাদুকর?
যখনি আমার মদন-গোপালে নয়নে দেখেছি, হায়,
তখনি পড়েছি ইন্দ্রজালেতে,—সখী লো ঠেকেছি দায়!

শুকপাখী এসে চলে গেছে, হায়, মোরে করি’ উদ্ভ্রান্ত,
এ যদি কুহক নহে তবে আর কুহক কি তাই জান্‌ ত’।
কাল নিশি হ’তে খুন আসি’ চোখে কেবল পাগল করে;
স্বপনে সে আসে, জাগিলে লুকায়, মর্ম্ম বিদরে ওরে!
সখীরে সে শুধু চুম্বন দিতে চেয়েছিল এ অধরে,
তোদের দেখিয়া মদন-গোপাল চ’লে গেছে রোষভরে;
খেলা ছলে এসে ভালবাসা সে যে ঢেলে দিয়ে গেছে প্রাণে,
হায় সখি, মোর মদন-গোপাল না জানি কি গুণ জানে!

তামিল কবিতা।