তীর্থ-সলিল/প্রেম ও মৃত্যু

প্রেম ও মৃত্যু।

ভালবাসা! যদি তোর পূর্ণ ক্ষেত্র হ’তে,
মরণ, সোনার শীষ তোলে;—
দিস্‌রে গলায়ে দিস্ শোকে মূঢ় প্রাণ,
সোনার প্রদীপ দিস্ জ্বেলে।
নিরাশার কুমন্ত্রণা করি’ পরাজয়
শুনাস্ মধুর আলাপন;
মরণ, ফসল তোর বাঁটি’ যদি লয়
ছাড়িস্‌ নে বপন রোপন।
বেরাঁজ্যার।