তীর্থ-সলিল/বিদায় ক্ষণে
বিদায় ক্ষণে।
মাঝিরা বলিল ‘গেল বেলা গেল,
আর বিলম্ব নয়।’
সেই ক্ষণে প্রিয়া শিখা’ল হিয়ায়
আঁখি কত কি যে কয়!
উদ্বেল হিয়া কাছে এল প্রিয়া
কহিতে বিদায় বাণী;
মনের যে কথা মুখে মিলাল তা’
আধেক চেতনা মানি’।
মুগ্ধ নয়ন জল-ভার-নত,
মেলি’ দুই খানি কর,
গোলাপের বনে মলয়ার মত
পড়িল বুকেরি ‘পর।
রাহু সম মোর উত্সুক বাহু
বেড়িয়া ধরিল তা’রে;
সে কহিল কাঁদি’ “পরিচয় যদি
না ঘটিত একেবারে।”
আবু মহম্মদ।