তীর্থ-সলিল/বৃদ্ধের যৌবন-স্বপ্ন

বৃদ্ধের যৌবন-স্বপ্ন

বুড়া হ’য়ে যৌবন যে চায়,
বল তা’রে ‘ওগো মহাশয়!
যে কর্ম্ম ক’রেছ তার এই যোগ্যবেশ, এই পরিচয় 
তবে কেন মিছামিছি আর
আপন লজ্জার কথা তোলা বারম্বার?”

মরণেরে কেন ভয় করা?
এখন ত’ দেহে মোর জরা;
প্রিয়জন কত গেছে আগে, কাঁচা চুলে চলে গেছে তা’রা। 
আর আমি ভেবে হ’ব সারা?
পাগল না হ’য়ে তবু পাগলের পারা!

মানুষ ত’ বালুকার ঘর,
ভাঙিছে গড়িছে নিরন্তর;
ভাল ক’রে আঁখি মেলে দেখ, —সন্দেহ রবে না অতঃপর। 
নিয়তির চুল্লী কে এড়ায়?
খুস্‌হাল্,স্বচক্ষে দেখেছে,—
শুষ্ক, শ্যাম সব সে পোড়ায়!

খুশ্‌হাল্।